বলিউডে এখন বচ্চন পরিবারকে নিয়ে চলছে জোর চর্চা । অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ, বচ্চন পরিবারে সম্পত্তির ভাগ, শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক, বিগবির তার বউমাকে আনফলো করে দেওয়া...বিভিন্ন সময়ে এরকম বিভিন্নরকম খবর ছড়িয়েছে । কিন্তু, বচ্চন পরিবারের তরফে কেউ কোনওদিন প্রকাশ্যে এই বিষয়ে বলেননি । কিন্তু, বচ্চন পরিবারে ভাঙন নিয়ে যখন জোর জল্পনা চলছে ঠিক সেই সময় একসঙ্গে দেখা গেল অভিষেক, ঐশ্বর্য ও অমিতাভকে । শুধু তাই নয়, শ্বশুর, স্বামীকে নিয়ে ওম শান্তি ওম গানে জমিয়ে নাচলেন ঐশ্বর্য ।
ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে ছিল বার্ষিক অনুষ্ঠান । বলি তারকাদের বেশিরভাগ সন্তান ওই স্কুলে পড়াশোনা করছে । অভিষেক-ঐশ্বর্যার একমাত্র কন্যা আরাধ্যাও ওই স্কুলের ছাত্রী । শুক্রবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে জমিয়ে পারফর্ম করেন শাহরুখ-পুত্র আব্রাম, আরাধ্যারা । সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ, অভিষেক, করণ জোহর, ঐশ্বর্যরাও । সেই অনুষ্ঠানেরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে দেখা গেল অনুষ্ঠান শেষে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ওম শান্তি ওম’ । আর সেই গানের তালে নাচতে শুরু করেন সুহানা, আব্রাম, শাহরুখ, করণ জোহরও । তাঁদের সঙ্গে পা মেলাতে দেখা গেল অভিষেক-ঐশ্বর্য ও অমিতাভও। দেখলে মনে হবে না যে, তাঁদের মধ্যে কোনও অশান্তি বা মনোমালিন্য রয়েছে । এভাবে সামনে এসেই কি ভাঙনের সব জল্পনায় জল ঢেলে দিতে চাইল বচ্চন পরিবার ?