অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে বচ্চন পরিবারে নাকি ভাঙন ধরেছে। মূলত প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের সঙ্গেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেকদের। নিজের ৫০ তম জন্মদিনও তাই একই কাটিয়েছেন রাই সুন্দরী। তাঁর সঙ্গে কেবল ছিলেন স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাই। কোনও রকম নাম কা ওয়াস্তে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। এছাড়া বচ্চন পরিবারের আর কেউ সেটুকুও করেননি। এবার ঐশ্বর্য কন্যা আরাধ্যার ক্ষেত্রেও একই ব্যবহার বহাল রাখল বচ্চনরা।
১৩-এ পা দিল অভিষেক-ঐশ্বর্যার একমাত্র মেয়ে আরাধ্যা। অভিষেক, ঐশ্বর্য দুজনেই লিখেছেন আরাধ্য তাঁদের জীবনের সব। কিন্তু নাতনির জন্মদিনে মুখে কুলুপ বিগবির। অন্তত সোশ্যাল মিডিয়ায় তো তাই স্পষ্ট।