ক্রিকেট মাঠে অমিতাভ বচ্চন। এক পাশে অভিষেক বচ্চন। অন্য পাশে সচিন তেন্ডুলকর। তাহলে তাঁর হাসপাতালে ভর্তির খবর ? সবটাই গুজব বলে দাবি করলেন স্বয়ং অমিতাভ বচ্চন। মুম্বইয়ের কোকিলাবেন হাসাপাতালে ভর্তি করা হয়েছে অমিতাভ বচ্চনকে। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। এই খবরে শুক্রবার সরগরম থাকে মুম্বই।
কিন্তু সন্ধ্যা হতেই অন্যছবি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ক্রিকেট মাঠে অমিতাভের হাজির হওয়ার ছবি। পাড়া ক্রিকেটের ম্যাচে মুম্বই বনাম কলকাতার খেলায় ছেলে অভিষেক ও নাতি অগ্যস্তর সঙ্গে মাঠে হাজির থাকেন মুম্বইয়ের মালিক অমিতাভ।
তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছে, শুক্রবার রুটিন চেক-আপ করাতেই হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। তাঁর কোনও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি। বিগ বি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।