ফের দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন । কেবিসি-র সেটে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা । শুটিং চলাকালীন কোনও ধাতব বস্তুর আঘাতে পায়ের শিরা কেটে যায় অভিনেতার । গলগল করে রক্ত বেরোতে থাকে । দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে সেলাই পড়েছে । নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ।
'কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটা ধারালো ধাতব বস্তুতে অমিতাভের বাঁ পায়ের শিরা কাটে । ব্লগে শাহেনশা লেখেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে । সেইসময় প্রচুর রক্তক্ষরণ হয় । কোনও রকমে হাসপাতালে পৌঁছন । তবে, এই পরিস্থিতিতে তিনি একেবারেই ঘাবড়ে যাননি । অমিতাভ লেখেন, "শিরা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম।" পায়ের ক্ষত এখনও পুরোপুরি সেরে ওঠেনি। চিকিৎসকের পরামর্শে খুব সাবধানে থাকতে হচ্ছে অভিনেতাকে । বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকা তাঁর বারণ । চিকিৎসকের পরামর্শ মেনেই কিছুদিন বিশ্রামে থাকবেন বিগবি ।
কিছুদিন আগেই ১১ অক্টোবর ৮০ বছর পূর্ণ করেছেন শাহেনশা । জন্মদিনে তাঁকে চমকে দিতে কেবিসি-র মঞ্চে উপস্থিত হয়েছিলেন জয়া এবং অভিষেক বচ্চন । এদিকে, বলিউড অন্দরের খবর, অমিতাভের বায়োপিক আসতে চলেছে । সেই দায়িত্ব নিচ্ছেন আর বালকি। কিন্তু অমিতাভের বায়োপিকে কাকে দেখা যাবে? সেই চরিত্রে অভিনয় করতে পারেন, এমন কারোর সন্ধান এখনও স্বয়ং পরিচালকও পাননি। জানা গিয়েছে, কাউকে পাওয়া না গেলে তুরুপের তাস হবেন নিজেই। বিগ-বির বায়োপিকে সে ক্ষেত্রে দেখা যেতে পারে তাঁকেই । অন্যদিকে, নভেম্বরেই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের অভিনীত উঁচাই ।