মুম্বইয়ের ক্রিকেট টিম কিনলেন অমিতাভ বচ্চন। না, আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স নয়। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ T10 প্রতিযোগিতায় বিনিয়োগ করলেন কিংবদন্তী অভিনেতা।
বিগ বির ক্রিকেট প্রেমের কথা কারও অজানা নয়। সোমবার টুইটারে একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, মুম্বই টিমের মালিকানা পাওয়া সম্মানের ও গর্বের। ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা খুঁজে আনাই মালিক হিসেবে বড় দায়িত্ব।
দেশে প্রথম টেনিস বলে T10 টুর্নামেন্ট হবে। ৯ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৬টি টিম প্রথমবার T10 মোকাবিলায় মুখোমুখি হবে। আছে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর।