বিশ্রাম শেষ , শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করেই শ্যুটিং-এ ফিরছেন অমিতাভ। Project K- এর শ্যুটিং চলাকালীন পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন। ৮০ বছর বয়সে বর্ষীয়ান অভিনেতার এহেন খবরে বেশ চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। বিগবি ভর্তি ছিলেন হায়দরাবাদের এআইজি হাসপাতালে। সারা শরীরে ব্যথা ছিল তাঁর, প্রয়োজন ছাড়া হাঁটা-চলাও করতে পারছিলেন না বলে নিজেই জানিয়েছিলেন অমিতাভ। কিন্তু কাজ ছেড়ে ভাল ছিলেন না বিগবি। তিনি জানান, কাজই তাঁর শ্রেষ্ঠ অবসরযাপন তাই, শরীর সম্পূর্ণ চাঙ্গা না হলেও অবশেষে কাজে ফিরছেন তিনি।
Ranbir Kapoor: হাসপাতালে শুট রণবীর কাপুরের, অভিনেতার নয়া অবতারে মুগ্ধ নেট দুনিয়া
অমিতাভ বচ্চন জানান , “সমস্যায় জর্জরিত এই শরীরের যাবতীয় অসুবিধা সত্ত্বেও হয়তো সুস্থ হওয়ার প্রবল ইচ্ছে আর চেষ্টা রয়েছে।” এই বয়সেও শেহেনশার মনের জোর এবং ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা ভারতীয় সিনেমা।