প্রতি রবিবার ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন বিগবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), তাঁকে একটিবার দেখতে চাতকের মতো অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। শাহেনসা যখন অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি থাকেন খালি পায়ে। কেন জানেন? বিগবি জানান, তাঁর অনুরাগীরা তাঁর কাছে ভগবানের মতো। মন্দিরে তো মানুষ খালি পায়েই যায় তাই, তাঁদের সঙ্গে সাক্ষাৎ অমিতাভ খালি পায়েই করেন।
শুধু তাই নয়, তাঁকে একটি বার দর্শন করতে যারা ‘জলসা’র বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইন দেন, তাঁদের জন্য এই তীব্র গরমে লেবু জলেরও ব্যবস্থা করে রাখেন তিনি। অমিতাভ বচ্চন বর্তমানে নাগ অশ্বিনের 'প্রজেক্ট কে'-এর শুটিং করছেন। তিনি ঋভু দাশগুপ্তের লেখা ও পরিচালনায় 'সেকশন 84'-এর জন্য আবার কাজ শুরু করেছেন।