বুধবার ছিল অমিতাভ বচ্চনের জন্মদিন । ৮১-তে পা দিয়েছেন বিগবি । এই বয়সেও একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন তিনি । শুধু তাই নয়, নতুন নতুন চমকও দিচ্ছেন বিগবি । জন্মদিনে প্রকাশ্যে এসেছে 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমায় অমিতাভের নয়া লুক । যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সিনেমার নির্মাতারা এক্স হ্যান্ডেলে একটি পোস্টার শেয়ার করেছেন । যেখানে আলো-আঁধারিতে দেখা গেল অমিতাভ বচ্চনকে । মাথায় জোত, লম্বা দাড়ি, কপালে তিলক, ঋষি বেশ, শুধু দেখা যাচ্ছে দু'টো বলিষ্ঠ চোখ । আগে এরকম কোনও লুকে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে । বিগবি-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন নির্মাতারা ।
জানা গিয়েছে, সিনেমাটি থ্রিলার ঘরানার । পুরাণের গল্পের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে সিনেমাটি । অমিতাভ ছাড়াও অভিনয় করছেন কমল হাসান, প্রভাস, দীপিকা পাডুকোন এবং দিশা পাটানি । ২০২৪ সালে একাধিক ভাষায় মুক্তি পেতে পারে সিনেমাটি ।