দিন কয়েক আগেই হেলমেট ছাড়া বাইকে উঠে, মুম্বই পুলিশের নোটিস পেয়েছিলেন বিগবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । এর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ‘গ্রেফতার’ বলিউডের শেহেনসা? শুক্রবার পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন অমিতাভ। ক্যাপশনে ছোট্ট করে লেখা ‘গ্রেফতার’। পরনে স্ট্রাইপ ফুল শার্ট। চোখে মোটা ফ্রেমের চশমা। মাথা নিচু করে দাঁড়িয়ে তিনি। ব্যাপারটা কি? তিনি কি পুলিশের খপ্পরে পড়লেন?
Bonny-Koushani: টলিউডে আবার বিয়ের সানাই, কবে বিয়ে করছেন বনি-কৌশানী?
বলাই বাহুল্য, বিগবি নিছকই ঠাট্টা করেছেন। যদিও কেউ কেউ তা ধরেও ফেলেছেন। নেটিজেনদের একাংশ বলছে, ডনকে ধরা একপ্রকার অসম্ভব। উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হেলমেট ছাড়া বাইকে ওঠার ছবি পোস্ট করেছিলেন তিনি। যা ভাইরাল এবং বিতর্কিত হয়েছিল। পুলিশের থেকে নোটিস পাওয়ার পর নিজের ব্লগে অমিতাভ দাবি করেন নিছকই মজা করতে এই ছবি পোস্ট। কারণ ওই ছবি ছিল শ্যুটিং স্পটের, এবং যে জামা কাপড়ে তাঁকে দেখা গিয়েছে তা ছিল সিনেমারই অঙ্গ।