সমুদ্রের নীচ থেকে লম্বা সুড়ঙ্গ পথ। আর সেই পথ থেকেই গাড়ি ছুটিয়ে যাচ্ছেন বলিউডের বিগ বি। যে ভিডিয়ো নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন । আর সেই ভিডিয়ো দেখে ৮০-র দশকের একাধিক স্মৃতি রোমন্থন করেছেন শাহেনশার অনুরাগীরা।
মুম্বইয়ের প্রিয়দর্শিনী পার্ক এবং মেরিন ড্রাইভের মধ্যে বিস্তৃত রয়েছে ১০.৮ কিলোমিটারের লম্বা সুড়ঙ্গ। এই পথ জুড়ে দিয়েছে মেরিন ড্রাইভের সঙ্গে বান্দ্রা-ওরলিকে। প্রথমবার সেই পথেই পাড়ি দিয়েছিলেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন - জেলে সাড়ে ৪ কেজি ওজন কমেছে কেজরির, শরীরের অবস্থা ঝুঁকিপূর্ণ, দাবি আম আদমি পার্টির
আর এই লম্বা পথ পাড়ি দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে ওই ভিডিয়ো পোস্ট করেছেন অমিতাভ। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের নীচ দিয়ে যেন হাওয়ার বেগে উড়েছে বিগবি-র গাড়ি। এই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন 'মার্ভেল'। যে ভিডিও দেখে সিনেমার স্বর্ণযুগে ফিরে গিয়েছেন তাঁর অনুরাগীরা।