গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। শুক্রবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ইতিমধ্যেই অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টিও করা হয়েছে। বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলিউডের শাহেনশা।
জানা গিয়েছে, ৮১ বছর বয়সী বিগ বি শুক্রবার সকাল ৬টায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন। তবে, প্রথম থেকেই তাঁর শারীরিক অসুস্থতার কথা গোপন রাখা হয়েছিল। শুক্রবার একটি টুইট করেন অভিনেতা। টুইটে জানান, 'আমি চিরকৃতজ্ঞ।' কিন্তু কেন তিনি এই টুইট করেছেন তা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন - সুস্থ হয়ে শুটিং ফ্লোরে কামব্যাক 'মহাগুরু'-র, 'অ্যাকশন শুরু', বললেন রাজ