বচ্চন পরিবারের ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ইন্সটাগ্রামে বৌরানী ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachhan) আনফলো করে দিলেন অমিতাভ বচ্চন- (Amitabh Bachchan)। সম্প্রতি বিগ বি'র ইন্সটাগ্রাম প্রোফাইলের একটি স্ক্রিনশট ভাইরাল হয়।
ওই স্ক্রিনশটে দেখা যায়, ঐশ্বর্যকে আর ফলো করেন না তিনি। যদিও নেটিজেনদের একাংশের দাবি, ইনস্টাগ্রামে নাকি কোনও দিনই একে অপরকে ফলো করতেন না অমিতাভ বচ্চন এবং বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তাই আনফলো করার তেমন কোনও প্রশ্নই উঠছে না। যদিও অনেকের মতে আবার ইনস্ট্রাগ্রামের নিরাপত্তা সংক্রান্ত কারণেই নাকি দেখা যাচ্ছে না বিগ বি আদৌ ঐশ্বর্যকে ফলো করেন কি না।
আরও পড়ুন - মুম্বইয়ে পাড়ি দিলেন রাজ, বলিউডে অভিষেক কি অপেক্ষামাত্র ?
২০০৭ সালে অভিষেক বচ্চন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়। ২০১১ সালে ১৬ নভেম্বর ঐশ্বর্য-অভিষেকের একমাত্র মেয়ের আরাধ্যার জন্ম হয়। কিন্তু গুঞ্জন বিয়ের কিছুদিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের বনিবনা নেই। তৈরি হয়েছে দূরত্ব। দীপাবলিতে বচ্চন পরিবারের পুজোতে রাই সুন্দরীর অনুপস্থিতি এই জল্পনাকে আরও জোরালো করেছে।