গুজব ছিলই। এবার সেই গুজবে সিলমোহর পড়ল। সত্যিই বিচ্ছেদ ঘটেছে অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের। তাও প্রায় মাস খানেক আগে। সম্প্রতি এই খবর জানিয়েছেন দুই অভিনেতার এক কাছের বন্ধু।
তাঁর কথায়, 'মাস খানেক আগেই বিচ্ছেদ হয়েছে অনন্যা এবং আদিত্যর। বেশ ভালই চলছিল তাঁদের সম্পর্ক। আচমকাই তাঁদের বিচ্ছেদের খবর সকলের জন্যই বড় ধাক্কা। আঘাত পেয়েছেন অনন্যা তবে, মুভ অন করার চেষ্টা করছেন। প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। আদিত্যও পরিস্থিতি মোকাবিলা করতে চেষ্টা করছেন।'
আরও পড়ুন - ‘Love at first bite’, ছুটির অলস দুপুরে নুসরতের আম-প্রেম
প্রায় দু'বছর ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন অনন্যা এবং আদিত্য। যদি প্রকাশ্যে তাঁরা কখনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। গত মাসে অন্যন্যার একটি পোস্ট তাঁদের ব্রেকআপের ইঙ্গিত দিয়েছিল।