শেষ হল রাজকুমার রাও-এর আগামী ছবি 'ভিড়'(Bheed)-এর শুটিং । রবিবার সোশ্যাল মিডিয়ায় শুটিং শেষের খবর জানিয়েছেন ছবির পরিচালক অনুভব সিনহা(Anubhav Sinha) ।
ইনস্টাগ্রামে টিমের সদস্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন 'আর্টিকেল ১৫'(Article 15), 'থাপ্পড়'(Thappad)-এর পরিচালক । সেইসঙ্গে ক্যাপশনে শুটিং শেষের খবর জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Year ender 2021 : গোলন্দাজ থেকে অভিযাত্রিক, ফিরে দেখা এবছরের পাঁচটি জনপ্রিয় বাংলা সিনেমা
রাজকুমার রাও ছাড়াও ছবিতে অভিনয় করছেন ভূমি পেদনেকার । এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার ।
এই ছবির ঘোষণা হয়েছিল অক্টোবরে । সেইসময় রাজকুমার রাও জানিয়েছিলেন, একেবারে অন্য ধারার ছবি হতে চলেছে 'ভিড়', যার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ । এই ছবির পাশাপাশি অনুভব সিনহার আরও একটি সিনেমা আসতে চলেছে । যার নাম 'আনেক' । এখন এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । এই ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে ।