এতদিন অবধি এ আর রহমানের প্রশংসাই ঘোরাফেরা করত মানুষের মুখে মুখে, কিন্তু ‘পিপ্পা' সিনেমায় কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানে হাত লাগাতেই বেজায় নিন্দার মুখে অস্কারজয়ী সংগীত পরিচালক। গানের সুরটাকেই নিজের মতো করে ভেঙেচুরে ফেলেছেন তিনি, আর এতেই ক্ষেপে উঠেছেন একাংশের শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত বিশেষজ্ঞরা। অনেকেই গানটিকে বয়কটের ডাক ও দিয়েছেন দুই বাংলার শ্রোতাদের একাংশ।
Shakib- Sonal: বেনারসে 'দরদ'-এর শুটিং, দর্শকদের মন কাড়ছে শাকিব-সোনালের রসায়ন
ইমন চক্রবর্তী, তিমির বিশ্বাস, শোভন গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজন এই গান গেয়েছিলেন, রূপম ইসলামের কণ্ঠেও এই গান জনপ্রিয়। তাঁরা প্রত্যেকেই গানের কথা সুর এক রেখেছেন। কিন্তু রহমানের এই গান নিয়ে নিন্দার ঝড় উঠেছে।