কোনও ঘরোয়া পার্টি কিংবা বর্ষার দিন অথবা মন খারাপ, অরিজিত সিংয়ের গান না শুনে থাকা যায় না। দেশ কালের গন্ডি পেরিয়ে বিদেশেও তাঁর খ্যাতি সমান।
তিনি অরিজিত সিং। অথচ তাঁর গানই নাকি শোনা যাবে না আগামিদিনে। সব কনসার্ট বাতিল করেছেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও লাইভ আসবেন না তিনি। যা শুনে মন খারাপ ভক্তদের।
জানা গিয়েছে, গোটা অগাস্ট মাসের সব কনসার্ট বাতিল করে দিয়েছেন বাঙালি গায়ক। লাইভ গাওয়া তো দূর, কোনও সোশ্যাল মিডিয়াতেও লাইভে আসবেন না বলে জানিয়েছেন। আর কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেই কথাও জানিয়েছেন ভক্তদের।
কী হয়েছে গায়কের?
আসলে, কয়েকদিন ধরেই অরিজিত সিংয়ের শরীর ভাল যাচ্ছে না। সেই কারণেই এক মাসের বিশ্রাম চান তিনি। তাই নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথাই জানিয়েছেন গায়ক। যদিও অগাস্ট মাস বিশ্রাম নেওয়ার পর সেপ্টেম্বর থেকে ফের তিনি স্বমহিমায় ফিরবেন বলেও উল্লেখ করেছেন এই পোস্টে।
অগস্টের শো বাতিল হলেও আগামী সেপ্টেম্বর মাসে যে সব কনসার্ট করবেন অরিজিত সিং, সেই নতুন ডেটও জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে এই এক মাস 'বিরতি' নেওয়ার জন্য সমস্ত অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।