তিনি মিষ্টিভাষী। গায়ক হিসেবে যেমন জগৎজোড়া নাম রয়েছে তাঁর। তেমনই ভক্তদের সঙ্গেও মিষ্টি ব্যবহার করা নিয়ে সুখ্যাতি রয়েছে। তিনি অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু সেই শান্ত মিষ্টিভাষী অরিজিতই ক্ষেপে গেলেন ভক্তের উপর। গাড়ি থামিয়ে এক্কেবারে রুদ্রমূর্তি। যা দেখে কার্যত হতবাক নেট পাড়া। কী এমন হল গায়কের?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ি থামিয়ে অনুরাগীকে ধমক দিচ্ছেন অরিজিৎ। কারণ, অরিজিতের গাড়ির পিছু নিয়েছিলেন তাঁর এক অনুরাগী। বার বার হর্ন বাজাচ্ছিলেন। তাতেই রেগে লাল গায়ক। গাড়ি থামিয়ে রীতিমতো বকাবকি করতে শোনা গেল তাঁকে।
আরও পড়ুন - বিয়ের পর মলদ্বীপ উড়লেন পরিণীতি, অথচ এটা হানিমুন নয়, রাঘব ও যাচ্ছেন না সঙ্গে! তবে?
যদিও এত কিছুর পরেও ভক্তকে কিন্তু হতাশ করেননি অরিজিত। বরং তাঁকে বলতে শোনা গিয়েছে, আমার ছবি তোলার জন্য তো এত কিছু! নাও ছবি তোলো। কিন্তু এতবার হর্ন বাজিয়ে কারও অসুবিধা করো না। যে ভিডিয়ো ভাইরাল হতেই গায়কের প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা। অনেকের মতে, অরিজিৎই পারে এভাবে শাসন করতে।