পুজো শেষ, কিন্তু এখনও রেশ কাটেনি বাঙালির। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই গা ভাসিয়েছিলেন এই মহাযজ্ঞে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে পরনে হলুদ পাঞ্জাবি। স্ত্রীকে স্কুটিতে চাপিয়েই মুর্শিদাবাদের আজিমগঞ্জের মণ্ডপে মণ্ডপে ঢুঁ মারলেন অরিজিৎ সিং।
Anushka Sharma:'ওয়ান প্লাস' আপডেটের সময় হয়েছে, বেবি বাম্পের ছবি দিয়ে জানালেন অনুষ্কা
এদিকে গত কদিন তিলোত্তমার একাধিক পুজো মণ্ডপে তারকারা নিরাপত্তার বলয়ে নিজেদের মুড়ে গিয়েছেন৷ অরিজিৎ সিং এর তারকাসুলভ ব্যবহার নেই বললেও চলে। এতে অবাক হওয়ার কিছু নেই, মুর্শিদাবাসবাসী প্রায়শই অরিজিৎকে এই রূপে দেখে থাকেন।