বলিউডে ফের করোনার(Corona) থাবা । করোনা আক্রান্ত বলি অভিনেতা অর্জুন কাপুর(Arjun Kapoor) । এর আগে ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । প্রায় দেড় বছরের মধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন অর্জুন । কেবল অর্জুন নন, কাপুর পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত ।
অর্জুনের বোন অংশুলা কাপুরও(Anshula Kapoor) করোনায় আক্রান্ত । অন্যদিকে, সোনম কাপুরের বোন রিয়া কাপুর(Rhea Kapoor) ও তাঁর স্বামী করণ বুলানি(Karan Boolani) কোভিড পজিটিভ । চার জনেই আপাতত কোয়ারানটিনে রয়েছেন । স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন তাঁরা ।
আরও পড়ুন, Irrfan khan: ১৪ বছর পর ইরফানের মুক্তি না পাওয়া ছবি এবার ওটিটি-র পর্দায়
বিগত কয়েকদিনে যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন অর্জুন ও অংশুলা । অর্জুনের প্রেমিকা মালাইকা আরোরারও(Malaika Arora) কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ।