বলিপাড়ায়(Bollywood) বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল অর্জুন কাপুর(Arjun Kapoor) এবং মালাইকা অরোরার(Malaika Arora) মধ্যে নাকি তেমন বনিবনা হচ্ছে না । এমনকী, শোনা যায়, দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু, সবটাই আসলে গুজব । সম্প্রতি, অর্জুন কাপুরের একটি পোস্ট সব গুঞ্জনের অবসান ঘটাল । অর্জুন স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে সম্পর্ক এখনও অটুট রয়েছে ।
নিজের ইনস্টাগ্রাম(Instagram) হ্যান্ডেলে মালাইকার(Malaika Arora) সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অর্জুন(Arjun Kapoor) । আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে স্পষ্ট অর্জুন বা মালাইকার মধ্যে বিচ্ছেদের চিহ্নমাত্র নেই । সাদাকালো এই ছবিতে অর্জুন এবং মালাইকা(Malaika Arora) ধরা পড়েছেন ঘরোয়া পোশাকে । দুজনের চোখেই রয়েছে সানগ্লাস ।
ইনস্টাগ্রামে(Instagram) ছবিটি শেয়ার করে অর্জুন লিখেছেন, 'কোথাও কোনও অস্পষ্ট গুজবেরও জায়গা নেই । এরপরেই অর্জুন(Arjub Kapoor) লিখেছেন, প্রত্যেকেই ভাল থাকুন । সুস্থ থাকুন । অন্যদিকে, এই পোস্টের প্রতিক্রিয়ায় প্রেমিকা মালাইকা(Malaika Arora) অরোরা একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন ।
বেশ কিছুদিন ধরেই গুজব রটেছিল, গত সপ্তাহেই অর্জুন(Arjun Kapoor) এবং মালাইকার(Malaika Arora) বিচ্ছেদ ঘটেছে । শুধু তাই নয়, এর ফলে মালাইকা(Malaika Arora) নাকি ছ'দিন বাড়ির বাইরে বের হননি বলেও শোনা গিয়েছিল । কিন্তু সবটাই যে গুজব তা স্পষ্ট করে দিলেন অর্জুন ।
আরও পড়ুন- Swastika Mukherjee: 'যমের অরুচি' তালিকায় নেই স্বস্তিকা মুখোপাধ্যায়, করোনা আক্রান্ত অভিনেত্রী
অর্জুন এবং মালাইকা দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন । ২০১৯ সালে অর্জুনের ৩৪তম জন্মদিনে তাঁরা তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক শীলমোহর দেন ইনস্টাগ্রামে(Instagram)।