ইয়ামি গৌতম অভিনীত নতুন ছবি 'আর্টিকাল ৩৭০' নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই। এর মধ্যেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা তথা ছোটপর্দার 'রাম' অরুণ গোভিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক। রিমলেস চশমা, সাদা দাড়ি, নিখুঁত প্রস্থেটিক মেকআপে তাঁকে দেখে একটিবার চোখ কচলে নিতেই হয়।
Neem Phuler Madhu : ঈশার সঙ্গে প্রেম দিবস উদযাপন সৃজনের ! বড় ধামাকা নিম ফুলের মধু-তে
আদিত্য ধর পরিচালিত ইয়ামি গৌতমের আসন্ন 'আর্টিকাল ৩৭০' ছবিতে রাজনৈতিক থ্রিলারে প্রধানমন্ত্রীর চরিত্রে নজর কাড়বেন অভিনেতা। উত্তপ্ত কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ছবি মুক্তি পাওয়ার দিন ২৩ ফেব্রুয়ারি।