ছোট থেকেই তিনি তারকা। কিং খানের পুত্র বলে কথা। কিন্তু আরিয়ান ঠিক করেই নিয়েছিলেন বাবার মতো ক্যামেরার সামনের তারকা তিনি হবেন না। বরং তাঁর যাবতীয় কৌতুহল, ক্যামেরার পিছনের কাজেই৷ নিজের ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজে পরিচালনায় হাতেখড়ির পর এবার ওয়েব সিরিজ বানাতে চলেছেন শাহরুখ পুত্র। নাম হতে চলেছে ‘স্টারডম’। প্রদীপের তলার অন্ধকারের মতোই বলি তারকাদের খ্যাতি, সাফল্য, ওঠা পড়া, বিপদ সব গল্প বলবেন পরিচালক আরিয়ান৷
গত বছর শেষের দিকে সোশ্যাল মিডিয়া পাতায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। চিত্রনাট্য লেখার কাজ শেষ। ক্যামিওতে থাকবেন শাহরুখ স্বয়ং। এবার কেবল 'Action' বলার অপেক্ষা শাহরুখ পুত্রের।