২৫ কোটি টাকা দিতে হবে। না হলে শাহরুখ পুত্র আরিয়ান খানকে নার্কোটিক্স মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ঠিক এমন ভাবেই কিং খানের পরিবারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে নার্কোটিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে NCA-এর প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। ২ বছর আগে মুম্বইয়ে ভাসমান প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতার করেন সমীর।
এই তদন্তের পর নিজেদের এফআইআর-এ সিবিআই দাবি করেছে, আরিয়ান মামলায় খান পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে , কে পি গোসাভি৷ টাকা না দিলে আরিয়ানকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়েছিল। শেষ পর্যন্ত ১৮ কোটি টাকায় রাজি হয়ে যান। টোকেন মানি দেওয়া হয় ৫০ লক্ষ টাকা। যদিও পরে এই টাকা ফেরত দেওয়া হয়।