একটা, দু'টো বছর নয় । গানে, সুরে, ছন্দে প্রায় প্রায় ৯০টা বছর কাটিয়ে দিলেন কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle) । একটা করে দিন বাড়ছে, বয়স বাড়ছে ঠিকই । 'পুরনো দিনের মানুষ'-এর তকমাও পেয়েছেন , কিন্তু, 'পুরনো' হলেও বর্তমান যুগে সমানভাবে প্রাসঙ্গিক তিনি ও তাঁর গান । মধুবালা, মমতাজের জন্য গান গেয়েছিলেন যে আশা ভোঁসলে, আবার ৪০ বছর বাদে সেই গলাতেই গান গেয়েছেন, করিশ্মা, ঐশ্বর্যার জন্য । তাঁর সুরেলা কণ্ঠে আজও মোহিত গোটা দেশ । মুগ্ধ করছেন প্রত্যেক প্রজন্মকে । ৮ সেপ্টেম্বর ৯০ বছরে পা দিলেন গায়িকা । এবার জন্মদিন (Happy Birthday Asha Bhosle) একেবারে অন্যরকমভাবে পালন করতে চলেছেন গায়িকা ।
জন্মদিনে দুবাইতে থাকবেন আশা ভোঁসলে । সেখানে একটি কনসার্ট রয়েছে । নাম আশা অ্যাট ৯০ লাইভ । দুবাইয়ের কোকা-কোলা এরিনায় এই গানের অনুষ্ঠান হবে । ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তিনি । এই বয়সেও যে স্টেজে ওঠা যায় তা আবারও দেখিয়ে দেবেন আশা ভোঁসলে । কিন্তু, জানেন কী, এই যে যাঁর গানের জাদুতে ৮ দশকেরও বেশি ভারতের কিশোর-যুব সমাজ বুঁদ হয়ে থেকেছেন, তিনি কিন্তু একজন পাকা রাঁধুনি বটে ।
আশা একবার বলেছিলেন, গায়িকা না হলে রাঁধুনি হতেন তিনি । রান্না করতে খুব ভালোবাসেন । রাঁধেনও চমৎকার । বিশ্বের বিভিন্ন দেশে ‘আশাজ’ নামে তাঁর ১০টি রেস্তোরাঁ আছে । তাঁর হাতের বিশেষ কিছু রান্না নাকি কাপুর পরিবারে বেশ জনপ্রিয় ।
আরও পড়ুন - 'তেল মারার ক্ষমতা লাগে', জাতীয় পুরস্কারের প্রসঙ্গ উঠতেই ক্ষুব্ধ কুমার শানু
১৯৩৩ সালে ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। মাত্র ১০ বছর বয়সে ১৯৪২ সালে মারাঠি চলচ্চিত্র ‘কিতি হাসাল’-এর জন্য দিদি লতা মঙ্গেশকারের সঙ্গে প্রথম প্লে ব্যাক করেন আশা। ৯৫০টির বেশি সিনেমায় গান গেয়েছেন আশা। বাংলা, হিন্দি, মারাঠি, ওড়িয়া-সহ একাধিক আঞ্চলিক ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি ।