রূপকথার দিন অবশেষে হল সত্যি। আজ অভিনেত্রী আথিয়া শেঠি এবং কে. এল রাহুলের বিয়ে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে শুভ কাজ। অতিথি তালিকা যেন চাঁদের হাট। আগেই জানা গিয়েছিল তাঁদের বিয়েতে অথিতি সংখ্যা মাত্র ১০০ জন, এবং অতিথিদের ফোন ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। অবশেষে সেই বিশেষ দিন এল। অনুষ্ঠান স্থলের বাইরে চাতকের মতো অপেক্ষা করছেন চিত্র সাংবাদিকরা।
এর মধ্যেই রবিবার সকালে ফ্রেমবন্দি হয়েছিলেন আতিয়ার বাবা সুনীল শেঠি। ক্যামেরাম্যানদের সঙ্গে কথা বলার জন্য মাঝপথে থামেন তিনি। তিনি তাদের সমস্ত ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আগামীকাল তার স্ত্রী মানা শেঠি, ছেলে আহান শেঠি, আথিয়া এবং কেএল রাহুলকে সঙ্গে নিয়ে চিত্র সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন।