চারহাত এক হল বলিউড তারকা সুনীল কন্যা আথিয়া শেঠি এবং ভারতীয় ক্রিকেট তারকা কে এল রাহুলের। আর সেই উপলক্ষে মহারাষ্ট্রের খান্ডালায় বসেছে এলাহি বিবাহ আসর। ইতিমধ্যেই বিয়েতে পৌঁছেছেন ইশান্ত শর্মা, বরুণ অ্যারন এর মতো তারকারা। বিয়েতে মাত্র ১০০ জন অতিথি নিয়েই বসেছে চাঁদের হাট। তবে বিয়েতে কড়াকড়ি থাকলেও, মুম্বইতে হবে রাহুল-আথিয়ার গ্র্যান্ড রিসেপশন। ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধার পর, মুম্বইতে ৩০০০ জন নিমন্ত্রিত থাকবেন গ্র্যান্ড রিসেপশন।
Goppo Mir Er Thek: মেয়ে মুসকানের জন্মদিন, বাবার উপহার 'গপ্পো মীরের ঠেক', আজই আসছে প্রথম গল্প
অতিথিদের তালিকায় সালমান খান, শাহরুখ খান, এমএস ধোনি, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার এবং জ্যাকি শ্রফের নাম রয়েছে। রবিবার রাতে টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ এবং বলিউড ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠাকে দেখা গেছে বিয়ের স্থানে। নবদম্পতিকে একটিবার দেখার আশায় চাতকের মতো চেয়ে ভক্তকূল। যদিও সুনীল শেঠি কথা দিয়েছেন আগেই বিয়ের পর স্ত্রী, মেয়ে জামাইকে নিয়ে তিনি চিত্র সাংবাদিকদের মুখোমুখি হবেন।