ব্যস্ততা তুঙ্গে সুনীল শেট্টির (Sunil Shetty) খাণ্ডালার ফার্ম হাউসে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারণ এখানেই সোমবার সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী আথিয়া শেট্টি এবং ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল (Athiya Shetty-KL Rahul wedding)।
ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে ফার্ম হাউসের চারপাশ। সবুজে ঘেরা বাগানবাড়ি ঝলমলিয়ে উঠেছে হলদে আলোয়। নানা রঙের আলোয় ঢেকে গিয়েছে চতুর্দিক।
ইতিমধ্যেই মিটে গিয়েছিল 'লেডিজ নাইট'-এর আসর। ধীরে ধীরে ফার্ম হাউসে পৌঁছে গিয়েছেন আমন্ত্রিতরা। আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন- কে শাহরুখ খান? কিং খানকে চেনেন না হিমন্ত! মাঝ রাতে ফোন পেয়ে চমকে উঠলেন মুখ্যমন্ত্রী
পাপারাৎজিদের প্রবেশ বারণ থাকলেও প্রস্তুতি পর্বের বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। যা দেখেই বোঝাই যাচ্ছে মেয়ের বিয়েতে কোনও খামতি রাখতে চান না সুনীল শেট্টি।