চলছে প্রাইড মান্থ (Pride Month)। লিঙ্গ সাম্যের জন্য লড়াইয়ের এই মাসে LGBTQIA কমিউনিটির পাশে দাঁড়ালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)। তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবার উদ্যোগ নিলেন বলিউডের ‘ভিকি ডোনার’। LGBTQIA কমিউনিটির ফুড ট্রাকে বিনিয়োগ করলেন অভিনেতা। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম রুপান্তকামী ছাত্র ধনঞ্জয় চৌহান সোশ্যাল মিডিয়ায় ফুড ট্রাকের ছবি শেয়ার করে আয়ুষ্মানকে ধন্যবাদ জানান।
Neel-Trina: নীলের জন্মদিনে দারুণ 'সারপ্রাইজ' তৃণা সাহার, আনন্দিত অভিনেতা
শুরু থেকেই বেছে কাজ করেন আয়ুষ্মান। নিখাদ বিনোদন নয়, তাঁর সমস্ত ছবির শেষে সমাজের জন্য একটি বার্তাও থাকে। ব্যতিক্রমী নানা চরিত্রে অভিনয় করে চিরকালই উল্টো স্রোতে হেঁটেছেন আয়ুষ্মান। কখনোই জনপ্রিয়তার আড়ালে সামাজিক দায়ব্ধতা এড়িয়ে যাননি আয়ুষ্মান।