মুক্তির অপেক্ষায় অভিনেতা আয়ুষ্মান খুরানার ছবি ‘ড্রিম গার্ল ২’। তার আগে বলিউডের আসল ড্রিম গার্লকে ট্রিবিউট দিতে ভুললেন না অভিনেতা। ১৯৭৭ সালের ছবি 'ড্রিম গার্ল' হেমা মালিনীর কেরিয়ারের অন্যতম সফল ছবি। ‘ড্রিম গার্ল ২’ মুক্তির আগে হেমা মালিনীর সঙ্গে জমিয়ে নেচেছেন আয়ুষ্মান।
Chiranjeet Chakraborty: দেব টোটার পর এবার নতুন গোয়েন্দা বাংলায়! ভাদুড়ি মশাই আসছেন রহস্যের সমাধানে
সেই ভিডিও নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করে হেমা লিখেছেন , 'নতুন ড্রিম গার্ল আয়ুষ্মান আমার পুরনো দিন মনে করিয়ে দিল’ , এই ভিডিও বেজায় ভাইরাল হয়েছে পোস্ট হওয়া মাত্রই। ২৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ড্রিম গার্ল ২। ১৯৬৮ সালে রাজ কাপুরের সিনেমা 'সপনো কা সওদাগর'-এ কাজ করার পর হেমা মালিনী ড্রিম গার্ল খেতাব অর্জন করেন। ছবির প্রচারের সময় পোস্টারে হেমাকে ‘ড্রিম গার্ল’ বলে উল্লেখ করা হয়েছিল।