মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে অক্ষয় কুমার (Akshay Kumar)-কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত 'বচ্চন পান্ডে' (Bachchan Pandey) । 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সঙ্গে টক্কর সত্ত্বেও প্রথম দিনেই সিনেমার বক্স অফিস কালেকশন ১৩ কোটির বেশি । lতবে দ্বিতীয় দিনে ব্যবসা কম হয়েছে । ১২ কোটি টাকা আয় করেছে এই সিনেমা ।
তরণ আদর্শ (Taran Adarsh) টুইট করে জানিয়েছেন, অ্যাকশন-কমেডি সিনেমার বক্স অফিস কালেকশন মোট ২৫.২৫ কোটি টাকা । প্রথম দিনের আয় ছিল ১৩.২৫ কোটি এবং শনিবার আয় হয়েছে ১২ কোটি মতো ।
আরও পড়ুন, Bachchan Pandey: প্রথম দিনেই 'বচ্চন পান্ডে'র বক্স অফিস কালেকশন হল ১৩ কোটি ২৫ লক্ষ টাকা
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত 'বচ্চন পান্ডে' সিনেমাটি একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে । ছবিতে অক্ষয় কুমার আর কৃতি শ্যানন ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও আর্শদ ওয়াসি প্রমুখ ।
প্রথম দিনে বচ্চন পান্ডে-র আয় অক্ষয়ের 'সূর্যবংশী'-র তুলনায় অনেক কম । 'সূর্যবংশী' প্রথম দিনে ২৬ কোটি আয় করেছিল । সেখানে 'বচ্চন পান্ডে'-র প্রথম দিনের সংগ্রহ অর্ধেক অর্থাৎ ১৩ কোটি ।