শুক্রবার, ৭ জানুয়ারি আরও এক বসন্ত পার করলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু(Bipasha Basu) । এদিন, ৪৩ বছরে পা দিলেন অভিনেত্রী । তবে করোনার কারণে এবার খুব বড় করে উদযাপন হচ্ছে না তাঁর জন্মদিন । তবে তার মধ্যেও স্ত্রীর স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তুলেছেন করণ সিং গ্রোভার(Karan Singh Grover) ।
মধ্যরাতে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন বিপাশা । স্ত্রীর জন্য এই স্পেশাল ব্যবস্থা করেছেন করণ নিজেই । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়(Social Media) শেয়ার করেছেন বিপাশা । ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে রয়েছেন করণ, বিপাশা । সামনে রাখা দুটি কেক । স্ত্রীর জন্য বার্থ ডে সং গাইছেন করণ । করণের ঠোঁটে উষ্ণতার চুম্বন এঁকে দিলেন বিপাশা । এরপরেই কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী ।
এদিন, বিপাশা পরেছিলেন গাঢ় সবুজ রঙের জাম্পস্যুট । অন্যদিকে, ধূসর রঙের চেক শার্ট ও ব্ল্যাক শর্টসে দেখা গিয়েছে করণকে । শুধু স্পেশাল আয়োজনই নয়, স্ত্রীর জন্য একটি স্পেশাল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন করণ । ভিডিওটি শেয়ার করে একটি আদুরে বার্তাও দেন করণ ।
৭ জানুয়ারি আরও এক বলিউড অভিনেতা ইরফান খানের(Irrfan Khan) জন্মদিন । ২০২০ সালের ২৯ এপ্রিল শুধু বলিউডকে না, গোটা দুনিয়াকেই বিদায় জানিয়েছেন তিনি । কিন্তু, তাঁর কিছু অসাধারণ কাজের মধ্যে পাকাপাকিভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি । তবে সারা জীবনে ইরফান এমন অনেক ছবি করেছেন, যা কখনও মুক্তিই পায়নি । ১৪ বছর পর সেরকমই একটি ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে । ছবির নাম, "মার্ডার অন থার্ড ফ্লোর, ৩০২'। ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন রণবীর শোরে (Ranbir Shorey), লাকি আলি (Lucky Ali) এবং দীপল শ (Deepal shaw)।