চুটিয়ে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। গত বছর ১২ নভেম্বর করণ বিপাশার কোল আলো করে জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা সন্তাব দেবী (Devi)। এখন খুদেকেই নিয়েই দুপুর গড়াচ্ছে, রাত কাটছে বিপাশার। তিন মাসের জন্মদিনে দেবীকে বুকে জড়িয়ে আদুরে পোস্ট শেয়ার নতুন মায়ের। সাদা কালো সেই ছবিতে দেবীর মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছেন বিপাশা, মুখে তাঁর অনাবিল হাসি। এই ছবিই এখন নেটপাড়া জুড়ে তুমুল ভাইরাল।
Noti Binodini: আভিজাত্যে ভরা রুক্মিনীর লুক, নটীর চুল বানানো তিরুপতি থেকে, ত্বকে বিদেশি টোনার
ছবি শেয়ার করে বিপাশা লেখেন, “দেবীর বয়স তিন মাস হল। এত দ্রুত! তার সঙ্গে প্রতিটি মুহূর্ত... আমাদের সেরা স্মৃতি। দেবীর বাবা এবং মা হয়ে আমরা সবচেয়ে সুখী!” ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে কমেন্ট সেকশন।