অক্ষয় কুমার (Akshay Kumar) ও টিম ‘রাম সেতু’-কে (Ram Setu) আইনি নোটিশ পাঠালেন বিজেপি নেতা ও রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) । অক্ষয় কুমার, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা-সহ মোট ৯ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা । ছবিতে ‘তথ্য বিকৃত' করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি ।
সম্প্রতি, টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী জানান,হিন্দি সিনেমায় ভুল তথ্য পরিবেশন এবং তথ্য বিকৃত করা হচ্ছে । তাই সেইসব হিন্দি সিনেমা নির্মাতাদের ‘মেধাস্বত্ব’ (Intellectual Property Right) নিয়ে উপযুক্ত শিক্ষা দিতে আইনজীবী সত্য সাবারওয়াল মারফত অক্ষয় কুমার (ভাটিয়া) এবং আরও ৮ জনকে আইনি নোটিসে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন, Alia Bhatt-Oscar: অস্কার মনোনয়নে টক্কর আলিয়া ভাটের দুটি ছবির! শেষ হাসি হাসবে কে?
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওই নোটিসে লেখা হয়েছে, সুব্রহ্মণ্যম স্বামী ২০০৭ সালে রাম সেতুর সংরক্ষণ ও সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের সামনে সফলভাবে যুক্তি দিয়েছিলেন এবং এটি ভেঙে ফেলার জন্য সরকারের সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্পের বিরোধিতা করেছিলেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তার ভিত্তি ছিল, বিশ্বাস এবং উপাসনা একটি সাংবিধানিক বাধ্যতামূলক ।
ওই নোটিশে আরও বলা হয়েছে, স্বামী জানতে পেরেছেন যে, রাম সেতু নামে একটি সিনেমা তৈরি হয়েছে । এই ছবিতে যাতে কোনও ভুল তথ্য পরিবেশিত না হয়, তার জন্য ছবির চিত্রনাট্য যাতে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে ভাগ করে নেওয়া হয় তা জানানো হয়েছে । পাশাপাশি পারস্পরিক আলোচনার মাধ্যমে এই বিষয়টির সমাধান দাবি করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ । তিনি আরও জানিয়েছেন, রাম সেতু মামলায় তাঁর অবদানের জন্য ছবির ওপেনিং ক্রেডিটে যেন তাঁর নাম উল্লেখ করা হয় । পাশাপাশি ছবি মুক্তির আগে যেন নির্মাতারা ‘রাম সেতু’ ছবিতে সুব্রহ্মণ্যম স্বামীকে দেখানোর ব্যবস্থা করেন ।
অভিষেক শর্মা পরিচালিত ‘রাম সেতু’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, জ্যাকলিন, নুসরত এবং সত্য দেব । চলতি বছর ২৪ অক্টোবর সিনেমাটি সম্ভবত মুক্তি পাচ্ছে ।