প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বেলা বসু , মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ষাট সত্তরের দশকে বলিউডে দাপিয়ে কাজ করেছিলেন, দুর্দান্ত নৃত্যশৈলীর জন্য বেজায় পরিচিতিও ছিল তাঁর। বার্ধক্যজনিত নানা সমস্যায় গত ২৫ দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। অবশেষে ২০ শে মার্চ হৃদরোগে মৃত্যু হয় তাঁর। একসময় হেলেনকেও নাচে টেক্কা দিতেন তিনি।
Bonny Sengupta: কৌশানী অতীত? নব্বই দশকের স্টাইলে কার প্রেমে পাগল বনি?
স্বাধীনতার আগে ১৯৪৩ সালে কলকাতায় জন্ম বেলার, ছোট থেকেই তাঁর নৃত্যে আগ্রহ। মনিপুরী দিয়ে নাচের শুরু তাঁর, তারপর একে একে সমস্ত ঘরানায় রপ্ত করে নেন তিনি। ছোট বেলায় মাত্র ১২ বছর বয়সে বাবাকে হারান অভিনেত্রী। তারপর থেকেই শুরু হয় সংগ্রাম। তাঁর ছবিগুলির মধ্যে বেজায় বিখ্যাত হয়েছিল ‘জয় সন্তোষী মা’, ‘নাগিন অওর সাপেরা’ ,‘সিআইডি ৯০৯’ ইত্যাদি।