উমাকে বিদায় রাজ্যবাসীর। আর দেবীর বিদায়ে বিষাদের সুর আরব সাগরের তীরেও। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় দশেরা, প্রতিমা বরণ ও সিঁদুর খেলা অনুষ্ঠানে বলি তারকাদের চাঁদের হাট। ছিলেন রানি মুখোপাধ্যায়, ইশিতা দত্ত, তনুশ্রী দত্ত, সুমনা চক্রবর্তীরা।
ট্র্যাডিশানাল সাজে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে। প্রতিমা বরণ করতে দেখা যায় ইশিতা দত্তকে। জরির কাজ করা লাল শাড়ি পরে অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রীকে। লাল পাড়ের গরদের শাড়িতে নর্থ বম্বের এই পুজো মণ্ডপে দেখা যায় তনুশ্রী দত্তকে। গরদের লাল পাড়ের শাড়ি পরে সিঁদুর খেলার অনুষ্ঠানে আসেন অভিনেত্রী সুমনা চক্রবর্তীও। কপালে ছিল লাল রঙের টিপও।
আরও পড়ুন: বিসর্জনের মুহুর্ত থেকে শুরু আগামীর অপেক্ষা, মাঝে একটা বছর যেন সময়ের সাঁকো