রঙের উৎসবে মেতে উঠল বলিউড (Bollywood)। হোলির (Holi 2022) শুভেচ্ছা জানালেন বি-টাউনের সেলিব্রিটিরা (Celebrity)। শুক্রবার সকালে টুইটারে ফ্যানদের শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুভেচ্ছা জানান রিতিক রোশন (Hrithik Roshan), জুহি চাওলা মৌনী রায় (Mouni Roy), শাহিদ কাপুর, অর্জুন রামপালের মতো সেলিব্রিটিরাও। হোলির শুভেচ্ছা জানান বলিউড তারকা অক্ষয় কুমার, কাজল, প্রীতি জিন্টারাও।
টুইটারে হোলি উৎসবে মুম্বইয়ের বিটঠল মন্দিরের ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। সবাইকে হোলির আন্তরিক শুভেচ্ছা জানান বিগ বি। বাঙালি বলিউড অভিনেত্রী মৌনী রায়ও হোলির একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে সূরজ নামবায়ারের সঙ্গে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লেখেন, "আপনার জীবন রঙের আনন্দে ভরে উঠুক। ভালোবাসা ও হাসিতে পরিপূর্ণ হোক।
আরও পড়ুন: 'পাঠান'-এর সেট থেকে এবার লিক করল হলুদ বিকিনি পরিহিত দীপিকা পাড়ুকোনের ছবি
হোলির শুভেচ্ছা জানালেন রিতিক রোশনও। তিনি লেখেন, "সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। রঙের মাধ্যমে সম্পর্ক মধুর হোক। মন সব সময় খুশি থাকুক, এই কামনাই করি।" হোলির শুভেচ্ছা জানান অভিনেত্রী রিচা চাড্ডাও। তিনি লেখেন, "ভালোবাসা ছড়াও। জীবন খুবই ছোটো। হোলি উৎসবে সব তফাৎ মুছে যাক। আরও কাছে আসুক সবাই।"