১৯৭০ থেকে ৮০-এর দশক । সেইসময় ভারতীয় সংগীত জগতে রাজ করেছেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) । ‘ডিস্কো ডান্সার’ (Disco Dancer), ‘চলতে চলতে’ (Chalte Chalte), ‘শরাবি’-র (Sharabi)মতো গানে মেতেছে গোটা দেশ । শুধু তাই নয়, তাঁর সুরে মেতেছে এই প্রজন্মও । আজ তিনি আর আমাদের মধ্যে নেই । ডিস্কো কিং-এর প্রয়াণে ('Disco King' Bappi Lahiri passed away) শোকস্তব্ধ বলিউড । সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড তারকারা ।
টুইটারে শোকপ্রকাশ করে অজয় দেবগন (Ajay Devgn) লিখেছেন, "বাপ্পি দা ব্যক্তিগতভাবে খুব স্নেহশীল ছিলেন । তবে, তাঁর সঙ্গীতে একটি স্বতন্ত্র দিক ছিল । তিনি 'চলতে চলতে', 'সুরক্ষা' এবং 'ডিস্কো ড্যান্সার'-এর মতো গানের মধ্যে দিয়ে সঙ্গীত জগতে এক শৈলীর প্রবর্তন করেন । আপনাকে খুব মিস করব ।"
আরও পড়ুন, Mamata on Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সঙ্গীতের মধ্যে দিয়ে যে আনন্দ দিয়েছেন 'বাপ্পি দা', তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar expressed his condolence on the demise of Bappi Lahiri) । তিনি লেখেন, "আজ আমরা সংগীত জগত থেকে আরও একজন রত্নকে হারালাম... বাপ্পি দা, তোমার কন্ঠ আমাদের মতো লাখ লাখ মানুষকে মাতিয়ে রেখেছিল । পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।"
বাপ্পি লাহিড়ির প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন সুরকার ও গায়ক এ আর রহমান (A.R Rahman) । শোকস্তব্ধ বিশাল দাদলানিও (Vishal Dadlani) । তিনি লেখেন, "আমি স্তম্ভিত । তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন, কিন্তু তাঁর থেকেও বড় কথা, তিনি একজন বন্ধু ছিলেন ।"
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি । মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় বাপ্পি দা (Bappi Lahiri passed away in Mumbai) । হাসপাতালের ডিরেক্টর ডাঃ দীপক নামজোশি জানিয়েছেন, "বাপ্পি লাহিড়ি গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন । সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । এরপরেই তাঁকে ফের হাসপাতালে নিয়ে আসা হয় । একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল তাঁর । মধ্যরাতের কিছু আগে ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে তিনি মারা যান ।”