কীভাবে দর্শকদের মনে দাগ ফেলতে হয়, বেশ ভাল করেই জানেন বলিউড কুইন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। ৫৫ বছর বয়সে পা রাখলেন বলিউড সুন্দরী (Bollywood Queen)। বলিউডে প্রায় সাড়ে তিন দশকের বেশি অভিনয় করে মানুষের মণিকোঠায় মাধুরী।
১৯৮৪ সালে বাংলার অভিনেতা তাপস পালের (Tapas Paul) সঙ্গে অভিনেত্রী জীবন শুরু করেছিলেন মাধুরী দীক্ষিত। ছবির নাম ছিল 'অবোধ'। ১৯৮৮ সালে 'তেজাব' ছবির আইটেম সং 'এক দো তিন'-এ তাঁর রূপের ঝলকে সবার নজরে আসেন মাধুরী। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 'দিল' ছবির জন্য প্রথম ফিল্ম ফেয়ার পান মাধুরী। 'সাজন', 'বেটা', 'আন্দাজ আপনা আপনা', 'অঞ্জাম', 'হাম আপকে হ্যায় কন','দিল তো পাগল হ্যায়', 'দেবদাস', প্রত্যেক ছবিতেই নজর কেড়েছেন মাধুরী।
আরও পড়ুন: নিজস্বতা বজায় রাখার চেষ্টা করো, পা মাটিতে রেখো,মেয়েকে আবেগঘন বার্তা শাহরুখের
এবছর নেটফ্লিক্সে তাঁর নতুন সিরিজ এসেছে 'দা ফেম গেম'।