কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2022) রেড কার্পেটে বারবার অন্য সাজে ধরা দিয়েছেন। মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। কখনও শাড়ি তো কখনও স্লিট লং গাউন। নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আন্তর্জাতিক মঞ্চে এবার অনন্য সম্মান পেলেন বলিউড অভিনেত্রী। কানের বিচারকের (Jury of Cannes Festival 2022) আসনে দেখা যাবে দীপিকাকে।
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে (75th Cannes Film Festival) এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দীপিকা। মোট ৯ জন জুরি বা বিচারক বেছে নেবেন সেরা ছবি। ২১টি সেরা ছবির তালিকা থেকে বেছে নিতে হবে সেরার সেরাকে। ওই ছবির নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে কান চলচ্চিত্র উৎসবের পামে ডি-অর পুরস্কার। আন্তর্জাতিক স্তরে এমন সম্মান বলিউডের সব তারকার ভাগ্যে থাকে না। দীপিকার এই কৃতিত্ব দেশের জন্য গর্বের।
আরও পড়ুন: সকালে বেরোনোর আগেই গাড়ি চুরি মোশারফ করিমের, রহস্যের জট ছাড়াতে আর কয়েক দিনের অপেক্ষা
কান চলচ্চিত্র উৎসবে এবার বিচারকের আসনে আছেন রেবেকা হলস, নুমি রেপেস, ইতালির জনপ্রিয় পরিচালক জ্যাসমিন ট্রিঙ্কা, ইরানের পরিচালক আসঘর ফারাদি, ফ্রান্সের এল লাই, আমেরিকার জেস নিকোলস ও নরওয়ের জোয়াকিম ট্রায়ার। এই বিচারকদের তালিকায় স্থান পেলেন দীপিকাও।