অনুরাগ বসুর (Anurag Basu) সরস্বতী পুজোয় (Saraswati Pujo) মায়ানগরীর তারকারাও। ‘শেহজাদা’ কার্তিক আরিয়ান, স্বস্ত্রীক অভিনেতা রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, বচ্চন পুত্র অভিষেক, সুরকার প্রীতম চক্রবর্তী সহ বলিউডের তাবড় তারকাদের দেখা গেল সরস্বতী পুজোয়।
পাত পেড়ে বসে ভোগ ও খেলেন কার্তিক, আদিত্যরা। মেন্যুতে ছিল একেবারে বাঙালি পদ। খিচুড়ি, আলুর দম, বেগুনি, পাঁপড়, চাটনি কিছুই বাদ ছিল না তালিকায়। জমজমাট এই পুজো সেলিব্রেশনের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনুরাগ বসু। সেই ছবিই এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Bangla Serial TRP List: কে রাজ করছে বাঙালির ড্রয়িং রুমে? TRP তালিকায় ভালো রেজাল্ট 'নিম ফুলের মধুর'
বিদ্যা-বুদ্ধি-প্রতিভার দেবী সরস্বতী। এবছর ২৬ জানুয়ারিই পড়েছিল সরস্বতী পুজো। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতেছিলেন বাগদেবীর আরাধনায়। অনুরাগ বসুর সরস্বতী পুজোর জমিয়ে ভোগ খেলেন বলিউড তারকারাও।