সানি লিওনের (Sunny Leone) অনুষ্ঠানের মাত্র একদিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুরের ইম্ফল (Imphal)। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার, ৫ ফেব্রুয়ারি ওই ফ্যাশন শো হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগেই শনিবার ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা সেই অঞ্চলের কাছেই ঘটে এই বিস্ফোরণ। তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সানি লিওনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল হাত্তা কাংজেইবুং এলাকায় ঘটেছে। এর ঠিক ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে। শনিবার ভোর ৬.৩০ নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তবে, কোনও এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল নাকি গ্রেনেডের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- বিয়ে করতে চললেন হবু কনে, মুম্বই বিমানবন্দরে ছিমছাম সাজে কিয়ারা