ভারতের এক সেনা অফিসার কথা দিয়েছিলেন তিনি ফিরবেন। ঠিক ২৭ বছর পর তিনি আবার ফিরছেন। বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল বর্ডার টু-এর ঘোষণা। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন ছবির অভিনেতা সানি দেওয়ল। ১৯৯৭ সালের ১৩ জুন মুক্তি পেয়েছিল এই ছবি। সেই ছবির বর্ষপূর্তির দিন বর্ডার-টু-এর ঘোষণা করা হল। নিজের সোশাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে এই ঘোষণা করেছেন অভিনেতা সানি দেওয়ল।
জানা গিয়েছে, এবারও এই ছবি তৈরি করবেন ভূষণ কুমার। সহ প্রযোজক হিসাবে কাজ করবেন জেপি দত্ত এবং তাঁর কন্যা নিধি। তবে এবার বর্ডার-টু-এর পরিচালনা করবেন কেশরী খ্যাত সন্দীপ সিং। এই ছবির প্রেক্ষাপট ১৯৭১ সাল। স্থান রাজস্থানের লঙ্গেওয়ালা।
এই ছবিতেও সানি দেওয়ল থাকছেন। সঙ্গে কারা ? বলিউড সূত্রে খবর, ছবির কাস্টিং নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাস থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে।