ও টুইটার ভাই। টাকা তো দিলাম। এবার তো নামের পাশে ব্লু টিকটা জুড়ে দিন। না হলে তো তাঁকে কেউ চিনতেই পারবেন না। এ ভাবে টুইট করে টুইটারকে ঠেস অমিতাভ বচ্চনের। সম্প্রতি টুইটার মালিক ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, ২০ এপ্রিল থেকে সাবস্ক্রাইব না করে ব্লু টিক আর থাকবে না। তার প্রেক্ষিতেই অমিতাভের এই টুইট। যেখানে তিনি লিখেছেন, এবার কী তাঁকে পা ধরতে হবে। অমিতাভের দাবি, টুইটারের ব্যাপারে তিনি ভীষণ যত্নশীল। তাই প্রতিটি টুইটের ক্ষেত্রে তিনি ক্রমিক সংখ্যা বজায় রাখেন। কিন্তু টুইটার তাঁর অ্যাকাউন্স সম্পর্কে মোটেই যত্নশীল নয় বলেই অভিযোগ বর্ষীয়ান অভিনেতার।
আগেই ঘোষণা করা হয়েছিল, মাসে ৬০০ থেকে ৭০০ টাকা লাগবে ব্লু টিক সাবস্ক্রাইব করতে। এই ফি না দিলে বৃহস্পতিবার থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হবে। ফলে গত বৃহস্পতিবারের পর থেকে এই তালিকা দীর্ঘ হয়েছে ভারতের পরিপ্রেক্ষিতে। ব্লু টিক হারিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটরা।
এমনকী বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েট তারকা এখন ব্লু টিক হারা বলেই জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, বীর দাস, নার্গিস ফকরি, প্রকাশ রাজ এবং রবি কিশন। শিল্পীদের সঙ্গে এমন কাজ অনুচিত বলেই মনে করছেন তাঁরা।