৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2022) রেড কার্পেটে একের পর এক ফ্য়াশনেবল আউটফিটে সকলের নজর কেড়েছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone) । ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন সবেতেই ঝলমলে দীপিকা । সম্প্রতি, কানের একটি অনুষ্ঠানে দীপিকাকে আর একা নয়, স্বামী রণবীরের (Ranveer Singh) সঙ্গে পোজ দিতে দেখা গেল বলি সুন্দরীকে । দীপিকার সহ-জুরি সদস্য রেবেকা হলের (Rebeka Hall) সঙ্গে জমিয়ে পার্টিও করলেন এই জুটি ।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাঁদের ছবি । ছবিগুলিতে কখনও রণবীর-দীপিকা আবার কখনও রেবেকার সঙ্গে পোজ দিতে দেখা যায় এই তারকা জুটিকে । একসঙ্গে কাটানোর কয়েকটি মজার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁরা । উল্লেখ্য, দীপিকার সঙ্গে দেখা করতে ১৯ মে জার্মানির রিভেরায় আসেন স্বামী রণবীর সিং ।
আরও পড়ুন, Laal Singh Chaddha Trailer release:আমিরের নতুন ছবির ট্রেলার মুক্তি আইপিএল ফাইনালে ? জল্পনা তুঙ্গে
রণবীর পরেছিলেন একটি অ্যানিমেল প্রিন্টেড শার্ট । সেখানে দীপিকাকে দেখা গেল একটি প্রিন্টেড সাদা-কালো শার্টে । রেবেকা ডিওর ডিনারে একটি ফ্লোরাল গাউন বেছে নিয়েছিলেন ।
২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি দীপিকা পাড়ুকোন । ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য হওয়ার সম্মান পেয়েছেন এই বলিউড সুন্দরী ।