বিতর্ক এবং ‘আদিপুরুষ’ যেন হাত ধরাধরি করে চলছে। এই প্রথমবার ‘আদিপুরুষ’ সংলাপ বিতর্কে মুখ খুলল কেন্দ্র। ‘আদিপুরুষ’-এর সংলাপ বিতর্কে মন্তব্য করতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, দর্শকদের ধর্মীয় ভাবাবেগে তিনি আঘাত লাগতে দেবেন না। পাশাপাশি ছবির সংলাপ যাতে পরিবর্তিত হয় তা নিজে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। সংলাপ বিতর্কে অবগত সেন্সর বোর্ড। সব দিক বিচার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Adipurush Row : 'আদিপুরুষ'-এর সংলাপ লেখক মুনতাশিরকে নিরাপত্তা দিল মুম্বই পুলিশ
উল্লেখ্য, সিনেমার সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন দেশবাসীর একাংশ । হিন্দু দেব-দেবীদের, রামায়ণের পৌরাণিক চরিত্রগুলিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনগুলির । এমনকী, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লাকে প্রাণনাশেরর হুমকিও দেওয়া হয়েছে বলে খবর । এই পরিস্থিতিতে, মুম্বই পুলিশকে নিরাপত্তার আর্জি জানান লেখক মুনতাশির । সেই আর্জি মেনেই এবার তাঁকে নিরাপত্তা দেয় মুম্বই পুলিশ।