তিনজন বিমানসেবিকা। খুব চেনা চেনা মনে হয়? একদমই ঠিক ধরেছেন এই তিন বিমানসেবিকা আর কেউ নন, করিনা কাপুর, টাব্বু এবং কৃতি শ্যানন। শুক্রবার সামনে এল এই তিন অভিনেত্রীর ছবি ' দ্য ক্রু' প্রথম পোস্টার এবং ছবি মুক্তির তারিখ। আগামী ২৯ মার্চেই বড়পর্দায় আসতে চলেছে কমেডিতে মোড়া ছবিটি। যে খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে করিনা কপুর খান নিজেই।
শুক্রবার করিনা কাপুর, টাব্বু এবং কৃতি শ্যানন নিজেদের প্রোফাইল থেকে এই ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনজন বিমান সেবিকার লাল রঙের অফিশিয়াল পোশাক পরে রয়েছেন। তাঁদের মাথায় রয়েছে নীল রঙা টুপি। করিনার পোস্টারে লেখা 'স্টিল ইট'। টাব্বুর পোস্টারে লেখা রয়েছে 'রিস্ক ইট' আর কৃতির পোস্টারে লেখা 'ফেক ইট'।
আরও পড়ুন- রাজের পরিচালনায় পর্দায় বাবা মিঠুন! 'প্রজাপতি'র রসায়ন রচনায় দেবের বিকল্প কে?
এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন 'লুটকেস' খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণ। প্রযোজক রিয়া কাপুর এবং একতা আর কাপুর। অথিতি শিল্পী হিসেবে ছবিতে দেখা যাবে কপিল শর্মাকে।