মাঠে ব্যাট হাতে এতদিন ছক্কা হাঁকিয়েছেন । এবার ক্রিকেটের পাশাপাশি, তাঁর আরও এক প্রতিভার সাক্ষী থাকতে চলেছেন দেশবাসী । শোনা যাচ্ছে, বলিউডে ডেবিউ করছেন শিখর ধাওয়ান (Shikhar Dawan Bollywood Debut) । যদিও, এই বিষয়ে ধাওয়ানের তরফে কোনও ঘোষণা করা হয়নি ।
কানাঘুষো শোনা যাচ্ছে, ছবির শুটিংও নাকি অনেক আগেই সেরে ফেলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dawan) । এই মুহূর্তে প্রোডাকশনের কাজ চলছে । সিনেমার নাম, তাঁর চরিত্র, এসব বিষয়ে এখনও কিছুই জানা যায়নি । শোনা যাচ্ছে, এই বছরই তাঁর সিনেমা সম্ভবত মুক্তি পাবে ।
আরও পড়ুন, FIR Against Bharti Singh: দাড়ি-গোঁফ নিয়ে আপত্তিকর মন্তব্য, কমেডিয়ান ভারতী সিংয়ের নামে FIR দায়ের
শিখর ধাওয়ানের আগে বহু ক্রিকেটার অভিনয় জগতে এসেছিলেন । সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় উইকেট-রক্ষক এবং ক্রিকেটার সন্দীপ পাটিল, অজয় জাদেজা, শ্রীসান্থ, বিনোদ কাম্বলি, যোগরাজ সিং, সুনীল গাভাস্কার, কপিল দেব, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান এবং সলিল আঙ্কোলা । কিন্তু, কেউই সেভাবে সফল হতে পারেননি ।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে শিখরকে অক্ষয় কুমারের রাম সেতুর সেটে দেখা গিয়েছিল । তখন তাঁর ওই সিনেমায় অভিনয়ের গুজব রটেছিল । তবে পরে জানা যায় 'রামসেতু'-র মাধ্যমে শিখর অভিনয়ে পা দেবেন না ।