১৯৯৮ । 'দিল সে' (Dil Se) সিনেমায় 'চল ছাইয়া ছাইয়া' (Chal Chaiyaan Chaiyaan) গানে নেচে নজর কেড়েছিলেন মালাইকা । ২০২২ । আবারও একই গানে ঠুমকা লাগালেন মালাইকা (Malaika Arora) । তবে, এবার বদলে গিয়েছে জায়গা । কোনও ট্রেন নয়, 'মুভিং ইন উইথ মালাইকা' (Moving in With Malaika) শোয়ের মঞ্চ কাঁপালেন । সঙ্গী আবার নোরা ফতেহি (Nora Fatehi) । সঙ্গী বললে ভুল হবে । মুখোমুখি টক্কর হল তাঁদের । দু'জনে আগুন ধরালেন স্টেজে ।
বুধবার ডিজনি প্লাস হটস্টারের (Disney + Hotstar) তরফে একটি টিজার শেয়ার করা হয়েছে । যেখানে কালো রঙের পোশাকে দু'জনের নাচের ঝলক মিলল । আর তাঁদের এই কয়েক সেকেণ্ডের নাচের ভিডিওতে মজলেন নেটদুনিয়া । ভিডিও সামনে আসতেই রীতিমতো তা ট্রেন্ড করতে শুরু করেছে ।
আরও পড়ুন, KL Rahul-Athiya Shetty wedding: বিয়ে করছেন আথিয়া শেঠি ও কে এল রাহুল, আগামী জানুয়ারিতেই চারহাত এক
বর্তমানে চর্চিত ওটিটি শো হল মুভিং ইন উইথ মালাইকা (Moving In With Malaika)। এই শো ঘিরে বিতর্কও কম কিছু নয় । মালাইকার এই শোয়ে অতিথি হয়ে আসছেন বলি সেলেবরা । তাঁদের সঙ্গে আড্ডায়
উঠে আসতে দেখা যাচ্ছে একাধিক জানা অজানা বিটাউনের অন্দরমহলের চর্চিত বিষয় ।