Shahrukh Khan : থানায় ল্যান্ডলাইনে ফোন, বাদশাকে প্রাণে মারার হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

Updated : Nov 07, 2024 15:42
|
Editorji News Desk

স্বস্তি নেই বলিউডের !

গ্যালাক্সির পর এবার মন্নত। হুমকি এবার শাহরুখের সদরে। সলমনের পর আরও খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখকে খতম করার হুমকি দেওয়া হয়। 

ফোন পাওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ। দায়ের করা হয়েছে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার দুটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার সেলের সাহায্যে মুম্বই পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ফোন এসেছিল ছত্তীশগড়ের রায়পুর থেকে। ওই কলারের নাম ফাইজান বলে দাবি করেছে মুম্বই পুলিশ। রায়পুর গিয়েছে মুম্বই পুলিশের একটি দল। 

সম্প্রতিতে লাগাতার হুমকিতে অস্বস্তি বেড়েছে বলিউডের আর এক খান সলমনের। মাত্র সাতদিনের মধ্যেই লরেন্স বিষ্ণোনই গ্যাংয়ের হুমকিতে বুক কেঁপেছে গ্যালাক্সির অন্দরে। এই হুমকির অভিযোগে এবার বেঙ্গালুরু থেকে এক ঝালাই মিস্ত্রিকেও গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে লরেন্সের ভাই আনমোলের যোগ পেয়েছেন তদন্তকারীরা। এই আনমোলের নাম করেই সম্প্রতি পাঁচ কোটি টাকা চেয়ে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। 

তবে, শাহরুখকে খুনের হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালে বক্স অফিসে পাঠান ও জওয়ানের সাফল্যের পরেই হুমকি এসেছিল বাদশার বাড়িতে। নিরাপত্তা বাড়াতে তাঁর পাশে সর্বক্ষণের জন্য ছয় সশস্ত্র রক্ষী নিয়োগ করা রয়েছে। 

বাবা সিদ্দিকির খুন। সলমনকে লাগাতার হুমকি। এবার শাহরুখ খান। তালিকায় রয়েছেন আরও এক বলি অভিনেতা। তিনি বিক্রান্ত মেসি। দ্য সবরমতী রিপোর্ট নামে একটি সিনেমায় অভিনয় করেছেন বিক্রান্ত। অভিযোগ, তারজন্যই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

সবমিলিয়ে হুমকি ফোনের আবহে যেন এক দমবন্ধ কর পরিস্থিতি বলিউডের। তালিয়া যেন দীর্ঘ হচ্ছে। তবে, মুম্বই পুলিশ জানিয়েছে, প্রতিটি মামলার তদন্ত চলছে। 

Shah Rukh Khan

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন