'জাস্ট ম্যারেড' রণবীর-আলিয়া (Ranbir-Alia Wedding) । তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন নব-দম্পতিকে । আলিয়ার পোস্টের কমেন্ট বক্সে ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায় । তবে, দুজনের কমেন্ট সবথেকে বেশি নজর কেড়েছে নেটিজেনদের । তাঁরা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোণ (Deepika Padukone) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । একসময় এই দুই অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর ।
দুজনেই আলিয়া ভাটের শেয়ার করা বিয়ের ছবির নীচে (Ranbir Alia Wedding) কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে । কী লিখলেন তাঁরা ?
আলিয়া-রণবীরের ছবির নীচে দীপিকা পাডুকোন লিখেছেন, 'তোমাদের দুজনের জীবন ভরে উঠুক ভালবাসা আর আলোর রোশনাইতে ।' ক্যাটরিনা লিখেছেন, ‘তোমাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা ও খুশিতে ভরে থাক তোমাদের সংসার ।’
আরও পড়ুন, Ranbir-Alia Dance: বিয়ের পরই 'ছাঁইয়া ছাঁইয়া'-র তালে রণবীর-আলিয়ার, ভাইরাল হল ভিডিও
বেশ কয়েক বছর দীপিকা পাডুকোনের সঙ্গে প্রেম করেছিলেন রণবীর । দীপিকার তাঁর নামের ট্যাটুও করেছিলেন । কিন্তু, শেষপর্যন্ত তাঁদের প্রেম টেকেনি । দীপিকা এখন রণবীর সিংয়ের ঘরণী । দীপিকার পর ক্যাটরিনার প্রেমে পড়েন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর কাপুর । শোনা যায়, ক্যাটরিনার জন্যেই নাকি দীপিকার মন ভেঙেছিলেন তিনি । তবে সেই প্রেমও বেশিদিন টিকল না । কয়েক মাস আগেই ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা ।
রণবীরও তাঁর জীবনের নতুন ইনিংস শুরু করলেন আলিয়ার সঙ্গে । দীপিকা-ক্যাটরিনা অতীত । প্রেম ভাঙার পর রণবীরের সঙ্গে তাঁদের একসময় তিক্ততার সম্পর্ক ছিল । কিন্তু, এখন প্রত্যেকেই নিজের জীবনে সুখী । আর দীপিকা, ক্যাটরিনার এই কমেন্ট বুঝিয়ে দিল রণবীরের ও তাঁদের মধ্যে তিক্ততার আর লেশমাত্রও অবশিষ্ট নেই । জানা গিয়েছে, রণবীর-আলিয়ার রিসেপশনে নিমন্ত্রিত দীপিকা-ক্যাটরিনা দুজনেই ।
গত কয়েকদিন ধরেই রণলিয়ার বিয়ে নিয়ে চলছিল তুমুল জল্পনা। বিশেষ করে বিয়ের তারিখ নিয়ে বাড়ছিল জল্পনা। ১৪ এপ্রিল সন্ধ্যায় সব জল্পনার অবসান হয় । নিজেদের বাড়ি 'বাস্তু'-তে বিয়ে করেন দুজনে । বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন আলিয়া । একেবারে মন কেড়ে নেওয়া ছবি । ছবিতে কোথাও হাতে হাত রেখে নতুন জীবন একসঙ্গে শুরু করার অঙ্গীকার করছেন নবদম্পতি, কোথাও আবার ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসার চুম্বন এঁকে দিয়েছেন । বিয়ের পর সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন রণবীর-আলিয়া ।